
শিক্ষকদের অনিয়ম ধরতে নতুন উদ্যোগ
বিনা ছুটিতে কর্মদিবসে বিদ্যালয়ে অনুপস্থিত কিংবা নিয়মিত বিদ্যালয়ে না আসাসহ নানা অভিযোগ রয়েছে শিক্ষকদের বিরুদ্ধে। তাই এধরণের অভিযোগ পাওয়া মাত্রই বিনা নোটিশে তাৎক্ষণিক বিদ্যালয় পরিদর্শন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এসব অনিয়ম ধরতে এই উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলাহয়, চলতি বছরের মার্চ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার আওতাধীন সকল অফিস ও বিদ্যালয়ে আগে থেকে না জানিয়ে তাৎক্ষণিক পরিদর্শন করতে হবে।
মাঠ পর্যায়ে কাজ করা উপ-পরিচলাক, জেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরদের এই নির্দেশনা মেনে পরিদর্শন করার জন্য বলা হয়েছে।