
এবার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের ওপর মানবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এই প্রথমবার ইসরায়েলের ওপর সরাসরি নিষেধাজ্ঞার পদক্ষেপ নিবে মার্কিন প্রশাসন। শনিবার অ্যাক্সিওস নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল ও হারেৎজ।
ব্যাটেলিয়নটি অতীতে বর্তমানে ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েকটি সহিংসতা সাথে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ২০২২ সালের ৮০ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মুত্যুর সাথে তাদের সখ্যতা বেশ উল্লেখ্যযোগ্য।
তাদের হাতে আটক অবস্থা তিনি মারা যান। তবে এমন খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য কর্মকর্তা বেশ ক্ষুব্ধ ছিল। সম্প্রতি গাঁজা উপত্যকায় এই ব্যাটেলিয়ানের ইউনিটকে নিযুক্ত করা হয়েছিল।
এ ব্যাপারে নেতানিয়াহু এক্সে উল্লেখ করেছিলেন আইডিএফকে নিষেধাজ্ঞা কোনোভাবেই দেওয়া উচিত না। এই প্রশাসনটি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
রোববার মার্কিন হাউসে ইহুদি রাষ্ট্রের জন্য একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ পাস করা হয়।
সেই সঙ্গে ওই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বেশ অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। খবরে বলা হয় ইসরায়েলকে আর কোনোভাবে অস্ত্র সরবরাহ সহ নানা কার্যক্রম থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র।