
আপাতত ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধ
বৈশ্বিক টানটান উত্তেজেনা চললেও যুদ্ধের লেবাস পড়ছে না ইরান। ইসরায়েলের পাল্টা জবাব হিসেবে ইরান ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা করে। এরই প্রেক্ষিতে বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ হামলাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছিল গাঁজাবাসী। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের পর থেকে গাঁজাবাসীর উত্তরণের পথ কিছুটা হলেও সংকুচন হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইসরায়েল যদি ইরানের ওপর প্রতিশোধ হিসেবে ফের হামলায় চালায় তাহলে ইসরায়েলকে কঠিন জবাব দিতে হবে। এ বক্তব্যের পর থেকে ধরে নেওয়া যায় ইরান আপাতত কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছে না। যতক্ষন না পর্যন্ত ইসরায়েল নতুন করে যুদ্ধে না জড়ায় । খবর- এনবিসি নিউজ।
শুক্রবার ১৯ এপ্রিল ভোরে ইরানের মধ্যঅঞ্চল শহর ইসফাহানে হামলা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি- ড্রোন গুলো ইসরায়েলের নং বরং ইরানে অনুপ্রবেশকারীর এ কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারে।
এটি ইরানের ভেতরে ঘটেছে এবং কয়েক শ’মিটারের মধ্যে উড়ার পর তা সঙ্গে সঙ্গে ভুপাতিত করা হয়েছে। মূলত যে ধরনের ড্রোন ধ্বংস করেছি সেগুলো দিয়ে ইরানী বাচ্চারা খেলাধুলা করে। কাজেই ইসরায়েল যদি পরমানবিক নীতি মেনে না চলে তাহলে পাল্টা জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে ইরান।