
আগষ্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা
৩০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। একারণে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এছাড়া চলতি বছরের আগষ্টের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে চলতি শিক্ষা বর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচএসসি পরীক্ষার বিষয়টি জানান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে এইচএসসির টেস্ট পরীক্ষা। আশা করছি আগষ্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে পারবো।
জানা গেছে, আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু করার পরিকল্পনা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা বোর্ডগুলো। এ পরীক্ষা আরো মাসখানেক পিছিয়ে আগস্টে শুরু হবে।
সূত্র বলছে, দুই বছরের জন্য নির্ধারিত ছিল উচ্চ মাধ্যমিককের শিক্ষাক্রম। মূলত ২০২১ সালে এসএসসি পরীক্ষা শেষে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল, মূলত তারাই এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেবেন। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।