
ফুলবাড়ীতে মাইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বেসরকারি টিভি চ্যানেল মাইটিভি’র ১৪তম বর্ষপূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার (১৫ এপ্রিল) দিনাজপুরের ফুলবাড়ীতে শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা প্রেসক্লাব কার্যালয়ে মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে এবং আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ও থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন। শেষে অতিথিদ্বয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটির শুভ সূচনা করেন।