তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বেড়ে গিয়েছিল গতকাল মঙ্গলবার। তবে আজ বুধবার তাপমাত্রা আর তেমন বাড়েনি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। কিন্তু এর ফলে বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
এখন অবশ্য প্রাক্–মৌসুমি বায়ুর সময়। হঠাৎ স্থানীয় পর্যায়ে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হয়। তাই এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা।
তাঁরা বলছেন, আগামীকাল তাপমাত্রা আজকের মতোই সহনীয় থাকতে পারে। নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম।