
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে কিশোরগ্যাংয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ফাহাদ আলী (১৪)নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে ইমন নামে (১৫)আরেক কিশোর।আজ রোববার রাত আটটার দিকে পৌর এলাকার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মসজিদ পাড়ার মনিরুল ইসলামের ছেলে ও ফুলকুঁড়ি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। নিহতের সহযোগিরা জানান,রোববার রাত আটটার দিকে কয়েকজন বন্ধু নিয়ে ফাহাদ বারোঘোরিয়া এলাকায় ঘুরতে বেরিয়েছিল।
ফেরার পথে রেহাইচর এলাকার অপর একটি কিশোরগ্যাং গ্রুপের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এসময় বারোঘোরিয়া কাজিপাড়ার এলাকার নয়ন মেরাজ ও রহিতের নেতৃত্বে হামলা চালানো হয়।
এসময় তাদের একজন পকেট থেকে চাকু বের করে ফাহাদের গলায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদ কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব। ঘটনাস্থলে তিনি জানান,কিশোর সদস্যদের ছুরিকাঘাতে ফাহাদ নামে এক কিশোর নিহত হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।