উল্লাপাড়া মডেল থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার চন্দ্রগাঁতী গ্রাম থেকে একটি কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। মূর্তিটি লম্বায় প্রায় ২ ফুট এবং প্রশস্ত প্রায় দেড় ফুট।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মঙ্গলবার উক্ত চন্দ্রগাঁতী গ্রামে একটি পুকুর খননের সময় ভেকু মেশিনের ফলায় বেধে বিষ্ণু মূর্তি উঠে আসে।
পরে থানায় খবর দিলে পুলিশ বুধবার মুর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। তবে এটি কষ্টি তৈরি নয়। মূল্যবান কালো শিলা পাথরের। মূর্তিটি পরিস্কার-পরিচ্ছন্ন করে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।