এবারের ঈদযাত্রা নিরাপদ,নির্বিঘ্ন ও স্বস্তির করতে হাইওয়ে পুলিশ জেলা পুলিশের সহযোগিতা নিয়ে সব ধরনের ব্যবস্থা করেছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উত্তরবঙ্গ মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা বিধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মহাসড়কের উপর ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া হাটিকুমরুল গোল চত্ত্বরে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহাবুদ্দিন আরো বলেন, বর্তমান সরকার দেশের মহাসড়কগুলোর ব্যাপক উন্নয়ন করেছে। আর এতে এসব পথে এখন যানবাহন চলাচল সহজতর হয়েছে। তিনি বলেন, ঈদে ঘরে ফেরা লোকজন যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি বা ছিনতাইকারীর খপ্পড়ে না পড়েন সেজন্য পুলিশ কঠোর নজরদারি করবে।
ঈদ যাত্রায় অনিরাপদ যানবাহনে যাত্রী হয়ে ভ্রমন না করার পরামর্শ দেন। এর আগে তিনি হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলে ড্রোন পর্যবেক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ডিআইজি (অপারেশন) মোঃ মাহফুজুর রহমান,অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শ্যামল মুখার্জি, হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের এসপি হাবিবুর রহমান, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ওয়াদুদ ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।