ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া এলাকায় গরীব,অসহায়,ছিন্নমূল ও হতদরিদ্রদের নিয়ে সারা রমজান ব্যাপী কাজ করার লক্ষে ‘মানবতার ফেরিওয়ালা ’নামে সামাজসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বুধবার (১৩মার্চ) বিকাল ৫টায় ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকার রফিকুল সাংবাদিক মোড় সংলগ্ন (ঐশী হাউসে) রশিদুল ইসলামের অয়োজনে ইফতার ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানিয়দের উপস্থিতিতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো: মুরাদ।
সামাজসেবী সংগঠনের পরিচালক রশিদুল ইসলাম (ঐশী) বলেন আমাদের এ সংগঠন সারা রমজান ব্যাপী হাজিপাড়া এলাকার গরীব,অসহায়,ছিন্নমূল ও হতদরিদ্রদের নিয়ে কাজ করবে।