উল্লাপাড়ায় নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুস্থ শাহ আলমের ২টি ঘরসহ সহায় সম্বল।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহ আলমের বাড়িতে আগুন লেগে তার বসত ঘরসহ মোট ২টি ঘর, নগদ ৫০ হাজার টাকা, আসবাবপত্রসহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শাহ আলম উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামের বরাদ আলীর ছেলে। তিনি একজন দিনমজুর। সব মিলিয়ে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে সাড়ে ৩ লাখেরও বেশি।
শাহ আলম ও তার স্ত্রী হাছিনা খাতুনের সঙ্গে কথা হলে তারা জানান, অভাব অনটনের সংসার তাদের। দিনমজুরি করে খুবই কষ্টে বছর খানেক আগে একটি থাকার ঘর দিয়েছিলেন। তার পাশেই গরু পালনের জন্য আরেকটি টিনের গোয়াল ঘর দিয়েছি। কিনেছিলাম কিছু আসবাবপত্র।
তার ১ ছেলে ২ মেয়ে। একটি মেয়ের বিয়ে হয়েছে। আরেক ছেলে ও মেয়ে ছোট। একই সঙ্গে বাড়ির পাশের একজন ৫০ হাজার টাকা পাবেন। কিস্তি থেকে ৫০ হাজার টাকা তুলে ঘরে রেখেছি।
কথা ছিল টাকাগুলো শুক্রবার সকালে পাওনাদারকে পরিশোধ করবেন। কিন্তু এই অগ্নিকান্ড তার সকল স্বপ্ন পুড়িয়ে দিয়েছে। আগুন কিভাবে লাগলো তিনি এখনও তা বলতে পারেনি।
তবে হাছিনা খাতুন ধারনা করছেন রান্নার পরে চুলার ভিতর লাকড়ির সাথে আগুন ছিল। চুলার একদম নিকটে থাকা জ্বালানির (খড়ি) সাথে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। বর্তমানে তাদের পরনের কাপড় ছাড়া সবই পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে বলে উল্লেখ করেন তারা।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করা হয়ছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আগুন লেগে শাহ আলমের চরম ক্ষতি হয়ে গেছে। তিনি খুবই গরীব মানুষ। তার বাড়ি পরিদর্শন করে সাধ্যমত তাকে সহযোগিতা দেবার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন চেয়ারম্যান।