রেল সড়কের পাশে দাঁড়িয়ে মুঠো ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক নারী। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলা সদরের সুন্দরগ্রাম পুটিকাটা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,রাজারহাট-তিস্তা রেল সড়কের উক্ত স্থানে লাইনের সাথে স্লিপারে অসতর্ক অবস্থায় দাড়িয়ে একজন নারী মুঠো ফোনে কথা বলছিলেন।
এসময় পাশ দিয়ে চিলমারী থেকে রংপুরগামী ‘চিলমারী কমিউটার ট্রেন’ যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃতের নাম ভারতী রানী (৫০)। তিনি সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোবিন্দ চন্দ্রের স্ত্রী।
সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তার সহকর্মীর সহ-ধর্মীনির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন,শুনেছি তিনি রেল সড়কে লাইনের বাইরে স্লিপারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কারো সাথে কথা বলার সময় এদূর্ঘটনা ঘটেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।