
বেপরোয়া গতি, নিমিষেই ঝড়ে গেল তিন প্রাণ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। আজ শনিবার (২২ এপ্রিল) দুপুরে নেত্রকোনা-কমলাকান্দা সড়কের খারনৈ ইউনিয়নের বউবাজারে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কমলাকান্দা উপজেলার পূর্বজিগাতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (১৪), আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া (১৫) এবং বামনাগাঁ গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (১৫)। দুর্ঘটনার পর স্থানীয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা-কমলাকান্দা সড়কের খারনৈ ইউনিয়নের টেংখালী বউবাজারের কাছে বেপরোয়া গতিতে আসা দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
কমলাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চলছিল। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।