গুরুদাসপুরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান চালানো হয়েছে। এসময় তারেক রহমান নামের এক মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তার একটি খননযন্ত্র জব্দ করে প্রশাসন। তিনি উপজেলার মশিন্দা চরপড়া বিলে পুকুর খননের কাজ করছিলেন।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুরুদাসপুরের সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল। এর আগে সোমবার সকালে পুকুর খনন বন্ধে মানববন্ধন করেন মশিন্দা চরপাড়া এলাকার স্থানীয় লোকজন। এই বিলে একই গ্রামের আফছার আলীর জমিতে পুকুর খনন চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
জমির মালিক আফছার আলী দাবি করেন, মশিন্দা চড়পাড়া বিলে তার এক ফসলি জমি রয়েছে। বিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া পানি প্রবাহের নালাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। একারণে বর্ষার পানিতে এই বিলে জলাবদ্ধতা তৈরি হয়। তাদের আবাদি জমি বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। একারণে তিনি তার ১০ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন। কিন্তু স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তার পুকুর খনন বন্ধ হয়ে গেছে।
সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল বলেন, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের সুযোগ নেই। কেউ তথ্য গোপন করে পুকুর খনন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া পুকুর খনন বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে।