বৃহস্পতিবার উল্লাপাড়া কামিল মাদ্রাসাকেন্দ্রে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ৪ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষাদের রোল নম্বর হলো ১২২৪৪৭, ১৬২৪৮১ ও ১৬২৬৬৭ এবং অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, উপজেলার মনোহরা দাখিলা মাদ্রাসার সহ-সুপার আব্দুর রউফ, ভাদালিয়াকান্দি দাখিল মাদ্রাসার সহ-সুপার রেজাউন নবী, বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসার সহকারী মৌলবী ময়নুল হক এবং আমডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী মৌলবী হায়দার আলী।
বৃহস্পতিবার এই কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আতিকুল রহমান জানান, উল্লিখিত শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সব শিক্ষার্থীর কক্ষে দায়িত্বে অবহেলার কারণে উল্লিখিত শিক্ষকগণকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।