
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হয়।
ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধান বিচারপতিম মন্ত্রিপরিষদ সদস্য, সংসসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ। নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।