নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ঔরসজাত সন্তান ও যৌতুকের টাকা ফেরতের দাবীতে মঙ্গলবার বনপাড়াতে সংবাদ সম্মেলন করেছেন প্রথম স্ত্রী আছমা খাতুন (২৬)।
এছাড়া তার সন্তান তাসমিনকে (৬) কেড়ে রেখে এবং তাকে মারপিট করে ৯ ফেব্রুয়ারী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য স্বামী আঃ আওয়ালের (৩০) বিরুদ্ধে ওইদিনই বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন আছমা খাতুন।
স্বামী আঃ আওয়াল উপজেলার ধানাইদহ গ্রামের রেজাউল ইসলামের পুত্র ও প্রতিভা গার্মেন্টস এন্ড বস্ত্রবিতানের মালিক এবং আছমা খাতুন একই গ্রামের কাতার প্রবাসি উজ্বল হোসেনের কন্যা।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠকালে আছমা খাতুন যৌতুক হিসেবে বিভিন্ন সময়ে দেওয়া ২৩ লাখ টাকা ও ঔরসজাত সন্তান তাসমিনকে ফেরতের দাবী করেন। তিনি বলেন, ৯ বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।
বিয়ের পর প্রথম যেীতুক হিসেবে ৩ লাখ, দোকান প্রতিষ্ঠার জন্য ৩ লাখ, হাইস গাড়ী ক্রয়ের জন্য ৪ লাখ, জমি বন্ধকের জন্য ৩ লাখ, বাড়ি করার জন্য ৫ লাখ টাকা আমার কাছ থেকে এবং পিতা দেশে আসলে তার কাছ থেকে ৫ লাখ মোট ২৩ লাখ টাকা নেয়ৃৃৃ স্বামী।
এছাড়া তিনি পিতার দেওয়া স্বার্নালঙ্কার ও একটি গাভীর দাবী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মাতা জহুরা বেগম ও চাচা আলেক প্রামানিক সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।