
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত সোহেল- ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে সোহেল (২৯) নামের এক ভ্যান চালককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারের শ্রমিক অফিসের সামনে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোহেল সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
হাসপাতালের কেবিনে শুয়ে সোহেল জানায়- চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের ফটিক আলীর সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিলো। ফটিক নিজে সংহিস্রতায় না জরিয়ে একই এলাকার কাবিলকে টাকা দেয় তাকে মারার জন্য। তারই প্রেক্ষিতে সুযোগ বুঝে শনিবার বিকেলে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে আমাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে ।
আটককৃত কাবিল জানায়- ‘জাতীয় নির্বাচনে আমি নৌকার পক্ষে ভোট করায় সতন্ত্রপ্রার্থীর সমর্থক সোহেলের বউ আমাকে মেরে হাত ভেঙ্গে দেয়। তাই আমি আজ সোহেলকে মেরেছি’।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযুক্ত কাবিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।