চলনবিল প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক মো. আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ্য। ইতোমধ্যে তাঁর হার্ডে ৪টি ব্লক হয়েছে।
তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসোর্স ইন্সটিটিউটের চীফ কার্ডিয়াক অধ্যাপক ডা. ফারুক আহমেদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
আবুল কালাম আজাদ নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামের শিক্ষক মরহুম আব্দুল জাব্বার মিয়ার জ্যেষ্ঠ সন্তান।
তিনি একাধারে সাংবাদিক, কবি ও কলামিস্ট। সাংবাদিকতা জীবনে সমাজে তাঁর অনেক অবদান রয়েছে।
এই প্রবীন সাংবাদিকের দ্রুত সুস্থ্যতার জন্য চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক সহ গুরুদাসপুর উপজেলার সকল সাংবাদিক সবার কাছে বিনীতভাবে দোয়া কামনা করেছেন।