আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেকে ভাইস প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন গুরুদাসপুরের তরুণ নেতা হুমায়ন কবীর প্রিন্স। গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই করবেন তিনি।
এরই মধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন এই প্রার্থী। ভোট চাচ্ছেন-দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
তরুণ এই নেতা গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এন্তাজ আলী মোল্লার সুযোগ্য নাতি এবংগুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলীর ভাতিজা।
হাট-বাজারম, চায়ের দোকান এবং ইসলামী জ্বালসায় গিয়ে দিনরাত সমান তালে প্রচারণা চালাচ্ছেন তিনি। সবশেষ গতকাল মঙ্গলবার রাতে বিয়াঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুজার মোড় এলাকায় গণসংযোগ করেছেন এই নেতা।
সেখানে বর্তমান ইউপি সদস্য, সাবেক সদস্যসহ এলাকার শত শত মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভাশিস কবির, বিলচলন শহীদ শামসুজ্জোহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, গুরুদাসপুর পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাবলুর রহমান, কাওছার আহমেদ , হেলাল সরকার ও শাহজাহান আলী প্রমুখ।
ছাত্রলীগ বলছে, তরুণ এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হওয়ায় তরুণ প্রজন্ম তার দিকে সমর্থন করছেন। এই নেতা তরুণদের আইডল হিসেবে কাজ করতে চান।
প্রিন্স বলেন, তিনি যুবসমাজের আত্ম-সামাজিক উন্নয়ন ঘটাতেই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন।