মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এতে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান ফটিক।
সোনালী ব্যাংক সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ডিজিএম রঞ্জিত কুমার বনিক কর্মশালায় সভাপতিত্ব করেন।
সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার সিনিয়র অফিসার আল-আমীনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক রাজিয়া খাতুন, সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখা ব্যবস্থাপক রওশন আলী, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, শিক্ষক কল্যাণ ভৌমিক ও ইউসুব আলী মন্টু।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।