যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে বিজিবি সদস্যের এমন মৃত্যুর ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো আলোচনা হয়নি। এটা বিচ্ছিন্ন ঘটনা।’
তিনি বলেন, সরকার যে পদক্ষেপ নেবে তাতে ভারত সব সময় সহযোগিতা করবে। আমরা ভারতকে আরও বিনিয়োগ বাড়াতে বলেছি।