নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে শ্যালো চালিত মহিষ বোঝাই ভুটভুূটির সংঘর্ষে রাখাল নিহত হয়েছে। এসময় আরো ৫জনকে আহত অবস্থায় বনপাড়ায় স্থানিয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মহিষের রাখাল রাকাই মন্ডল (৫০) পাবনা জেলার চাটমহর উপজেলার খতবাড়ী এলাকার মৃত মন্তাজ আলীর ছেলে।
আহতরা হলেন,পাবনা জেলার চাটমহর উপজেলার কুয়াবাড়ী এলাকার মৃত রহমতের ছেলে নজরুল ইসলাম(৫০), আপাল সরদারের ছেলে ভুটভুটি চালক শরিফ সরদার(২০) ও আদু মন্ডলের ছেলে আজিত মন্ডল(৩৫)সহ অজ্ঞাত আরো দুইজন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, সন্ধ্যায় উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর থেকে পাবনার চাটমহরগামী শ্যালো চালিত মহিষ বোঝাই একটি ভুটভুূটির সাথে নাটোরগামী একটি ট্রাকের সংঘর্ষ বাধে।
এসময় ঘটনাস্থলেই নিহত হয় রাখাল রাকাই মন্ডল। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আরো দুইজনকে স্থানিয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আজিত মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।