রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় করেন।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি তার বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনে চলমান প্রচার অভিযান বিশেষ করে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে তার ও তার দলের কর্মপ্রয়াস সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করেন।
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।