দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকাকে বিজয়ী করতে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মোল্লার নেতৃত্বে অত্র ইউনিয়নের ১১ গ্রামে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার আবুল হোসেন মোল্লার নেতৃত্বে নৌকার পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি মানিককান্দি মধ্যে পাড়া বাইতুল জান্নাহ জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দুলারামপুর বাজারে অনুষ্ঠিত নৌকার পথসভায় গিয়ে শেষ হয়।
মিছিলে হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর। বক্তব্যে সবুর বলেন, ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুরে আজ নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় হবে।
পথসভায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, সংসদ নির্বাচনে ভিটিকান্দি ইউনিয়নের নদীর দক্ষিণ পাড়ে মানিককান্দি, দুলারামপুর ও রঘুনাথপুর এই গুরুত্বপূর্ণ ৩টি কেন্দ্র রয়েছে।
৩টি কেন্দ্রে ৫টি ওয়ার্ড ও ১১টি গ্রামের মানুষ ভোট প্রদান করে। ইনশাআল্লাহ এই ১১টি গ্রামেই নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি এই ৩টি কেন্দ্র থেকে নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে।