নওগাঁর বদলগাছীতে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করায় কনক নামে এক মাটি ব্যবসায়ীকে মোবাইল কোর্ট বসিয়ে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল।
বুধবার বিকেল আনুঃ ৫টায় বদলগাছীর মিঠাপুর ইউপির রুকুনপুর নামক স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরকে মাটি উত্তোলন করায় কনক নামে এক মাটি ব্যবসায়ীকে
৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের সাথে উপস্থিত ছিলেন বদলগাছী থানা পুলিশের এস আই আব্দুল আলিম।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল বলেন, বিগত কয়েকদিন যাবত মাটি ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন ফসলি জমির মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করছিল।
এমন তথ্যরে ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।