দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৭ জানুয়ারী। ভোটের দিন দুইঘন্টা পর পর ভোট গ্রহণের হার প্রচার করা হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ময়মনসিংহে আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের দিন দুইঘন্টা পর পর ভোট গ্রহণের হার প্রচার করা হবে। তখন যদি দেখা যায় কোথাও বেলা ২ টায় ভোট পড়েছে ৩০ শতাংশ আর ৩টায় ভোট পড়েছে ৯০ শতাংশ, তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে না’।