মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের পাশে ফুলজোড় নদীর ধারে বালুর স্তুপ ধসে আব্দুর রহমান নামের (৭) এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। সে এই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যাবেলা উক্ত নদী সংলগ্ন বাড়িগুলোর কয়েজন শিশু নদীপাড়ে বালুর স্তুপের পাশে বসে খেলছিল। হঠাৎ করে বালুর স্তুপ ধসে শিশুদের উপর পড়ে।
রহমানের সাথী শিশুরা কোনোভাবে বালু সরিয়ে বাইরে বেরিয়ে আসলেও রহমানের পক্ষে স্তুপের নিচ থেকে বের হওয়া সম্ভব হয়নি।
পরে খবর পেয়ে প্রতিবেশীরা সেখান থেকে রহমানের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। চেয়ারম্যান আরও জানান, ইতোপূর্বে নদী খননের প্রচুর বালু রাঘববাড়িয়া গ্রামের পাশে স্তুপ করে রাখা হয়েছে।