
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী
নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে লাঞ্চিতের সাথে জড়িতরা আমার অনুসারী নয়। এঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বড়াইগ্রাম- গুরুদাসপুর আসনের এমপি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আজ দুপুরে বনপাড়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি বলেন, বৃহস্পতিবার কে বা কাহারা বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে আমার নাম ব্যবহার করে তাকে লাঞ্চিত করেছে। এ ঘটনা আমার অজ্ঞাতসারে ঘটেছে।
এই সকল অনাকাঙ্খিত ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। সন্ত্রাস কখনো আওয়ামীলীগের অনুসারি হতে পারে না। কর্মকর্তার প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তিনি।