নওগাঁর বদলগাছীতে এলাকাবাসীর সহয়তায় দেশীয় অস্ত্র সহ আন্তজেলার ডাকাত দলের ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় একটি প্লাটিনা ১০০সিসি মটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত আসামীরা হলেন, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিথা গ্রামের বদর উদ্দিন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) ও কোমাইগাড়ী (কটিয়াপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজু (৪৩), আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল(২৭), মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত. মস্তুলের ছেলে মুকুল হোসেন (৫০) ।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ৯ই ডিসেম্বর শনিবার ভোর আনুঃ সাড়ে ৫টায় বদলগাছী উপজেলার বালুভরা ইউপির ভরট্র গ্রামের মৃত. খোকার ছেলে সামছুল মন্ডল ঐ একই গ্রামের শাহজালালের অটো চার্জার নিয়ে মহাদেপুর উপজেলায় মাছ ক্রয়ের জন্য মাছ হাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
ভরট্র বাজারের ১কিঃমিঃ দূরুত্বে পশ্চিমে খাড়ির ব্রীজের উপর পৌঁছামাত্র ডাকাতরা সংবদ্ধভাবে ধারালো হাসুয়া,ছোড়াসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদেরকে আটকানোর চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাৎক্ষণিক সামছুল বাড়িতে ফোন দেয় তাঁদের চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে ৪জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ একটি ১০০সসি প্লাটিনা মটরসাইকেল আটক করে।
অজ্ঞাতনামা আরো ৩/৪জন ডাকাত পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসাই নিহার চন্দ্র ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি মটরসাইকেল সহ ঐ ৪জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাসুয়া, একটি ধারালো ছুরি, মেহগুনি গাছের ৪ টি লাঠি ও একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে যাহার রেজিঃ নং-নওগাঁ-হ ১৫-৯৩৭৩।
এ বিষয়ে বদলগাছী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, আটককৃত আসামীরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের নামে সামছুল মন্ডল বাদী হয়ে ডাকাতি চেষ্টার একটি মামলা দায়ের করেছে। আসামীদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।