বুধবার উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে উফশী বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় এ বীজ ও সার বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস।
সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন কৃষকদের হাতে প্রণোদনা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে উফশী বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উল্লাপাড়া উপজেলায় ৭ হাজার ২’শ কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।