
বড়াইগ্রামে এমপির পেট্রলপাম্পে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রলপাম্পটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম বাসে আগুন দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পেট্রলপাম্পের লোকজনের সাথে কথা বলে জানাগেছে, যে পেট্রলপাম্পের তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে সেটি নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মালিকানাধীন। তিনি আবারো নৌকা পেয়েছেন। রবিার রাতে বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস ওই পেট্রলপাম্পে রাখা হয়েছিল।
এরমধ্যে জিএম পরিবহনের একটি বাস সোমবার ভোর সোয়া চারটার দিকে বের হয়ে যায়। এর একটু পরেই পিছনের দিকে রাখা জিএম পরিবহনের অন্য একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
পেট্রলপাম্পের কয়েকজন কর্মী ইত্তেফাককে বলেন, ধোঁয়া দেখে বাসটি কাছে যাওয়ার আগেই বাসের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। এসময় তারা নিকটতস্থ বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসার আগুন দাউ দাউ আগুনে পুড়ে তিনটি বাস।
রবিবার রাতে পাটোয়ারী পেট্রলপাম্পে দায়িত্বে থাকা কর্মচার্রী নাজমুল হোসেন বলেন, জিএম পরিবহনের একটি বাস ভোর বেলা বের হওয়ার পর পরই পাম্পে রাখা তিনটি বাসে আগুন দেখতে পাওয়া যায়।
তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। আগুনের তীব্রতা বেশি থাকায় ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়। আগুন লাগা বাস তিনটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে ইঞ্জিনেরও।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম বলেন, আগুন লাগা বাসগুলো পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করা হয়েছে। নাশকতার এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।