দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে বর্তমান চার সংসদ সদস্যকেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর থেকে এলাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীদের কর্মী সমর্থকেরা উচ্ছ্বাস করেন।
দলীয় সূত্র বলছে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ নাটোর সদর-নলডাঙ্গা আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগের সহ-সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে পূণরায় দলীয় প্রতীক নৌকা দিয়েছে আওয়ামী লীগ।
এরমধ্যে জুনাইদ আহমেদ পলক টানা চারবার, টানা তৃতীয়বারের মতো শফিকুল ইসলাম শিমুল, টানা তৃতীয়বার শহিদুল ইসলাম বকুল এবং টানা দ্বিতীয়বার নৌকা পেয়েছেন সিদ্দিুকুর রহমান।
দলীয় সূত্র বলছে, ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত নাটোর-২ আসনে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদ সদস্য ছিলেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে নাটোরের চারটি আসনে এককভাবে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এখানে আওয়ামী লীগের বিজয়ের রদবদল হয়নি।
হয়নি প্রার্থী পরিবর্তনও। তবে চলতি বছরের আগস্টে আওয়ামী লীগের ৭ বারের মনোয়ন পাওয়া নেতা নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে নৌকা পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আবারো তাকেই নৌকা দিয়েছে আওয়ামী লীগ।
খোঁজ নিয়ে জানাগেছে, নৌকা পাওয়া প্রার্থীদের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। একইসাথে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে ১৭ ডিসেস্বর। প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। এছাড়া প্রতীক বরাদ্দের তারিখ থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ভোটের মাঠে প্রচারণা চালাবেন।