দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নাটোর-৪ আসনের ১৪ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গুরুদাসপুর-বড়াইগ্রামের এসব প্রার্থী মঙ্গলবার দলীয় প্রধান কার্যালয়ে ওই মনোনয়ন ফরম জমা দেন। এদিকে তৃণমূল বিএনপি থেকে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন একজন।
প্রার্থীদের মধ্যে গুরুদাসপুরের ১০ ও বড়াইগ্রামের ৪ জন রয়েছেন।
নৌকা প্রত্যাশী প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন, জেলা আওয়ামী লীগের সদস্য এড কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড আরিফ সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার সুব্রুত কুমার কুন্ডু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতিকুর রহমান ভুলু ও প্রবাসী রফিক পারভেজ।
তবে আওয়ামী লীগের সাথে ভোটের মাঠে লড়তে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বড়াইগ্রাম থানা মোড় এলাকার বাহার উদ্দিন সরকারের ছেলে ব্যবাসয়ী আব্দুল খালেক। এরআগে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
খোঁজনিয়ে জানাগেছে, গত শনিবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়ে চলে মঙ্গলবার পর্যন্ত। উল্লেখ্য- চলতি বছরের ৩০ আগস্ট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। অক্টোবরের উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী।