স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্রিটিশ হাইকমিশনারের উদ্দেশ্যে বলেছেন, যারা শর্তছাড়া সংলাপে আসবে, শুধু তাদের সাথেই সংলাপ করা হবে। শর্তজুড়ে দেওয়া কারো সাথে সংলাপ করা হবেনা।
আজ বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শর্তহীন সংলাপে বসতে সরকার সব সময়ই প্রস্তুত আছে। যারা শর্তহীন সংলাপে আসবে তাদের স্বাগত। সারাহ কুক সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি- আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন- সংলাপের প্রয়োজন আছে। আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি। তবে এসব কিছু হতে হবে সংবিধান অনুসারে।’
তিনি বলেন, ২০১৪ সালেও বিএনপি অন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে। আবারো সেই কাজই করতে চাচ্ছে। এটা বিএনপির পুড়নো অভ্যাস। বর্তমানেপরিস্থিতি স্বাভাবিক আছে। যতটুকু সহিংসতা হচ্ছে, প্রশাসন সাধ্যমতো নিয়ন্ত্রণের চেষ্টা করছে।