দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর কোনো বাধা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিবেদন অনুযায়ি দেশের পরিস্থিতি শান্তিপূর্ণ আছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এসব কথা বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদন এখন পর্যন্ত খুবই ভালো। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে কোনো বাধা-প্রতিবন্ধকতা নেই।