নাশকতার মামলায় বিএনপি নেতা শফিকুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভিররাতে গুরুদাসপুরের মশিন্দা মাঝপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে— গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে। তিনি বিএনপির স্থানীয় রাজনীতি করেন। বিএনপি থেকে মশিন্দা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনও করেছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, রবিবার পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় এরআগে জামায়াত-বিএনপির আরো তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।