নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে জনসচেতনামূলক গম্ভীরা "চুপ থেকো না কথা বলো" প্রদর্শন করা হয়েছে।
শনিবার ২৮শে অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বদলগাছীর আধাইপুর ইউপির জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামীর পথে কর্মসূচির আয়োজনে ওইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইনে জনসচেতনামূলক গম্ভীরা"চুপ থেকো না কথা বলো" প্রদর্শন করা হয়।
এসময় বিভিন্ন প্রকার জনসচেতনা মূলক ফেস্টুন,গান ও অভিনয়ের মাধ্যমে বাল্য বিবাহের কুফল স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য শিউলি আক্তার,প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, একাউন্ট অফিসার মোহন আলী, ফিন্ড ফ্যাসিলিটিটর আমিনুল ইসলাম ও আফরিন সুলতানা,কমিনিউটি মোবিলাইজার,পপি আখতার,নাজিউর রহমান ,কিশোর কিশোরী ক্লাবের সদস্যসহ গ্রামের কয়েকশত নারী পুরুষ।