
বিএনপির সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত
রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাাঁড়ির ইনচচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই খররি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ওই পুলিশ সদস্য রাজধানীর দৈনিক বাংলা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিএনপি নেতা—কর্মীরা সংঘাত তৈরি করেন। ওই সংঘাতে পুলিশ সদস্য আহত হন।
এসময় পথচারীদের সহায়তায় অন্য পুলিশ সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করেন। আহত পুলিশ সদস্যের মাথায় আঘাত ছিল।
পরে শনিবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুরে সমাবেশের জন্য রাজধানীর নয়াপল্টনে হাজির হন বিএনপি নেতা-কর্মীরা।
সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য সড়কে পড়ে আছেন |——ছবি সংগ্রহিত
পুলিশ বলছে—বিএনপি নেতা-কর্মীরা পুলিশ বক্সে আগুন দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আগ্রাসী হয়ে হামলা চালান। এজন্য বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দিলে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহত হন পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন সাধারণ মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশের সাথে সংঘর্ষের পর আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।