স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর,নৃসংশ হত্যাযজ্ঞের প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।
জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজের পর কামারখন্দ-উল্লাপাড়া সড়কের কামারখন্দ ফাযিল মাদরাসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মো. রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি মো. আব্দুল বারি, উপজেলা জমঈয়তে আহলে হাদিসের উপদেষ্টা আলহাজ¦ মো. আব্দুস সামাদ মনোয়ার প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে কিছুটা পথ যেতেই পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।