
দলগাছীতে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।-চবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম খান।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর,থানার ওসি(তদন্ত) রায়হান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন প্রমূখ।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।