
সংবাদ সম্মেলন
পাবনার চাটমোহর উপজেলায় নব গঠিত স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলাম তার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার রাতে চাটমোহর পৌরসদরের একটি বে-সরকারী প্রতিষ্ঠানের হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিখিত বক্তব্যে জানান, গত ২৩ মার্চ’২৩ তারিখে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে আমাকে সভাপতি ও কুতুব উদ্দিন কে সম্পাদক করে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করা হয়।
এই কমিটি ঘোষনা করার পর সাবেক ছাত্র নেতা ওয়াহেদ বকুল পদ বানিজ্যের মিথ্য প্রচারনা চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার দলের সিনিয়র নেতাদের সন্মানহানী হচ্ছে।
এসকল মিথ্যা প্রচারনা বন্ধে তিনি মামলা করবেন বলেও লিখিত বক্তব্যে মনিরুল জানান। সেই সাথে দলের নেতা কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ করে ও দোষি ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
এসময় চাটমোহর উপজেলা আওয়ীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।