‘হামুন’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ফলে চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন – টেকনাফ নৌরুটে যেকোনো ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “বৈরী আবহাওয়া কারণে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন – টেকনাফ নৌরুটে যেকোনো ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে”
তিনি বলেন, তিনটি জাহাজে করে প্রায় দেড় হাজার পর্যটক সেন্টমার্টিন গেছেন। বৈরী আবহাওয়ার কারণে সকল পর্যটকদের দ্বীপ ছাড়ার জন্য মাইকিং করা হচ্ছে। স্বাভাবিক নিয়মেই জাহাজগুলো ফিরে আসবে।
দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।