ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে ৬২ বছর বয়সী হোসনে আরা নূরী নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে একই এলাকার দুলাল শেখ ঐ বাড়ীতে এসে নূরী বেগমকে ডাকাডাকি করে কো সারা না পেয়ে ঘরের পাশে সিঁধ কাটা দেখতে পেয়ে গ্রামের দফাদারকে খবর দেন।
পরে দফাদার ফিরোজখান ও এলাকার মেম্বার মোঃ স্বপন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে। হোসনেআরা নূরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনর স্ত্রী।
তার দুই ছেলে ও এক মেয়ে। কিন্তু ঐ বাড়ীতে নূরী বেগম নাতী রায়হানকে নিয়ে থাকতেন।
প্রতীবেশীরা জানায়, বৃহস্পতিবার সাকালে নূরী বেগমের খেতের পেপে ও কলা কেনার জন্য দুলাল শেখ এসে ডাকাডাকি করে। এসময় নূরী বেগমের কোন সারা না পাওয়ায় এবং সিঁধকাটা দেখে তাদের মনে সন্দেহ হয়।
এরপর গ্রামের দফাদারকে খবর দিলে দফাদার ঘটনাস্থলে এসে বিষয়টি ঝালকাঠি সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ ইমরান শেখ ও সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ঘটনা স্থলে এসে দরজা ভেঙ্গে মৃত দেহ উদ্ধার করে।
এসময় তার মাথাসহ শলীরের বিভিন্ন স্থানে ধরালো অস্ত্রের কোপ দেখা যায়।
স্থানীয় একটি সুত্র জানায়, নূরী বেগমের ছেলে মোঃ মিজানের পুত্র রেন্ট মোটর সাইকেল চালক রায়হান তার সাথে ঐ বাড়ীতেই থাকতো। কিছুদিন আগে একটি মোটর সাইখেল কেনার জন্য দাদীর কাছে কিছু টাকা চায় রায়হান।
এসময় টাকা নিয়ে দাদীর সাথে ঝগড়াও হয় রায়হানের। এই জেরে এমন ঘটনা ঘটতেও পারে। এদিকে ঘটনার পর থেকে রায়হানকে এলাকায় দেখা যাচ্ছেনা।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ ইমরান শেখ জানান, ঘরের পশ্চিম দিকে সিঁধ কেটে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় নূরী বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।