
পাগলা কুকুর
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছে ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে।
স্খানীয়রা ও কুকুরের কামড়ে আক্রান্তরা জানায়,গত সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে একটি বেওয়ারিশ কুকুর আসে পাশের উপজেলা লাখাই থেকে।পাগলা কুকুরের আক্রমণে আক্রান্ত ৪০ মধ্যে এদের অনেকেই ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা করানো হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় চরম উৎকণ্ঠায় ভুক্তভোগীরা। ।
উত্তেজিত জনতা এরইমধ্যে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায় জানান, ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমাদের হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই তবে ইমিউনোগ্লোবুলিন ডোজ রয়েছে। ৩ জন এ ডোজ নিয়েছেন।