পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট লেখক ও সঙ্গীত শিল্পী মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামে মুক্তিযুদ্ধ স্মরণে নব নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
এরা হলেন, কথা সাহিত্যিক সৌমিত্র লাহিড়ী এবং কবি ও সঙ্গীত শিল্পী কাজী কামাল নাসের।
এদের সঙ্গে ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. চন্দন আনোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি সৈকত আরেফিন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ডা. মামুন হুসাইন ও লেখক পিন্টু ভৌমিক।
উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দক্ষিন পূর্ব এলাকার কানসোনা গ্রামে ৯জন মুক্তিযোদ্ধা এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে দেশের শহীদ সূর্য সৈনিকদের স্মরনে স্থাপিত হয়েছে স্মৃতি সৌধ।
উক্ত গ্রামের মুক্তিযোদ্ধা পরিবার, সিরাজগঞ্জ জেলা পরিষদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুধীজনের আর্থিক সহায়তায় এই সৌধটি নির্মাণ করে কানসোনা গ্রামের বর্তমান প্রজন্মের সংগঠন ’চেতনা একাত্তর’।
সৌধটির মূল নকশা প্রণয়ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অধ্যাপক কনক কুমার পাঠক। এখানে সৌধের পাশাপাশি স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযুদ্ধ সংগ্রহশালা।
কানসোনা প্রাথমিক বিদ্যালয়ের পাশে উল্লাপাড়া-বেলকুচি আঞ্চলিক সড়ক সংলগ্ন স্থানে নির্মিত নান্দনিক এই স্মৃতিসৌধটি দেখতে প্রতিদিনই এখন সেখানে বিভিন্ন এলাকার লোকজন আসছেন।
কলকাতা থেকে আগত কথা সাহিত্যিক সৌমিত্র লাহিড়ী জানান, প্রত্যন্ত একটি গ্রামে মুক্তিযুদ্ধের এমন নান্দনিক স্মারক স্থাপনার কথা তারা জানতে পেরে এখানে তা দেখতে এসেছেন।
এই স্থাপনাটির শৈল্পিক কারুকার্য এবং পরিকল্পনা সত্যিই অসাধারন। তিনি কানসোনা ’চেতনা একাত্তর’ সংগঠনের সদস্যসহ গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানান।
এর আগে উল্লিখিত দুই বিদেশী লেখক ও তার সঙ্গীরা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সেমিনারে যোগ দেন।