বাজারে পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে ও সিন্ডিকেট ভেঙ্গে দেবার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার রাতে উল্লাপাড়া পৌর কিচেন মার্কেট ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
মতবিনিময় সভায় মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারন সম্পাদক এসএম জাহিদুজ্জামান কাকন।