শনিবার উল্লাপাড়ার নবগ্রামে লায়নস ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে গরু, অটো ভ্যান, সেলাই মেশিন, হস্তচালিত নলকূপ, শিশুদের স্কুল ব্যাগ, ঢেউ টিন, কম্বল ও গাছের চারা বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত সভায় উক্ত সংগঠনের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও মাহবুবুল হক সিদ্দিকী তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লায়ন ক্লাবের জেলা গভর্নর হাইকোর্টের বিচারপতি লায়ন বশির উল্লাহ, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, লায়ন এমএ হাসান, শংকর কুমার রায় মনা, নাজমুল হক, মায়া রানী সাহা, সঞ্জয় কান্ত সাহা, সাজ্জাদ শান্ত, ডাঃ সিরাজুল হক সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানে ১০টি গরু,১০টি সেলাই মেশিন, ১০টি অটো ভ্যান, ১০টি নলকূপ, ২০০ স্কুল ব্যাগ, ১০ বান্ডিল ঢেউ টিন, ৫শ কম্বল ও ১০০ গাছের চারা বিতরণ করা হয়।