
-ছবি সংগৃহিত
আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। তবে তার ব্যপারে ইন্টারপোল ও তুবাই পুলিশের সাথে যোগাযোগ অব্যহত রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।।
এদিকে আতাউর-জিসান-আরাভ তিনজনই এখন দুবাইয়ে বসবাস করছেন। সম্প্রতি আলোচনায় আসা আরাভ খান দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতিও হয়েছেন।
সূত্র বলছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় রয়েছে ৬২ বাংলাদেশি। এরমধ্যে আতাউর রহমান মাহমুদ চৌধুরী এবং জিসান আহম্মেদ দীর্ঘদিন ধরেই দুবাইয়ে অবস্থান করছেন। তার সাথে আবার যুক্ত হয়েছেন আরাভ খান।
মূলত আতাউর এবং জিসান ঢাকার অপরাধ জগতের অন্যতম সন্ত্রাসী ছিলেন। এরআগে ২০১৯ সালে দুবাই পুলিশের হাতে আটক হয়েছিলেন জিসান। তবে চার বছরের কুটনৈতিক তৎপরতায়ও জিসানকে দেশে ফেরানো যায়নি।
মূলত জিসান দুবাইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপনে চলে গেছেন। এরসাথে এখন নতুন করে যুক্ত হয়েছেন পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম আরাভ খান। আরাভ খানের বাড়ি গোপালগঞ্জে।