সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্নপূর্ণা জুয়েলার্স থেকে ৯ ভরি চোরাই স্বর্ণ উদ্ধার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) একটি দল উল্লাপাড়া পৌরসভাধীন অন্নপূর্ণা জুয়েলার্সে অভিযান চালায় এসময় জুয়েলারি দোকান থেকে ৯ ভরি চোরাই স্বর্ণ উদ্ধার ও রাসেল রানা (৩২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে।
অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক রাম জানান, সে ক্যাশ মেমো দেখেই স্বর্ণ ক্রয় করে। পরে ডিবি পুলিশ আসলে জানতে পারি এটি চোরাই স্বর্ণ ছিলো।
পুলিশ এসে স্বর্ণ নিয়ে গেছে। রাম আরো জানান, সে প্রতারিত হয়েছে, ভূয়া ক্যাশ মেমো দেখিয়ে স্বর্ণ তার কাছে বিক্রি করেছে বলে তিনি দাবি করেন।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, উল্লাপাড়ার অন্নপূর্ণা জুয়েলার্স থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এটি চোরাই স্বর্ণ ছিলো। রাসেল রানা নামে এক প্রতারক সারাদেশে চুরি হওয়া স্বর্ণ বিভিন্ন জুয়েলার্সে ভূয়া ক্যাশ মেমো দেখিয়ে বিক্রি করে।